করোনার টিকা নিতে দিনকে দিন মানুষের আগ্রহ বাড়ছে। রাজধানীর হাসপাতালগুলোতে টিকা নিতে আসা চল্লিশোর্ধ্ব মানুষের ভিড়ও বাড়ছে। অনলাইনে নিবন্ধন কিংবা হাসপাতালে এসে নিবন্ধন শেষে টিকা কার্ড দেখিয়ে মিলছে টিকা। নির্ধারিত তারিখ ছাড়াও কোনো কোনো হাসপাতালে টিকা কার্ড নিয়ে গেলে টিকা দেওয়া হচ্ছে।
সারা দেশে গণটিকাদান কর্মসূচির পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর হাসপাতালগুলোতে অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম বেড়েছে। তবে টিকা গ্রহণকারীরা বলছেন, হাসপাতালে করোনার টিকাকেন্দ্রগুলো কোথায়, তা খুঁজে নিতে কষ্ট হচ্ছে। টিকাকেন্দ্রের তথ্য ও নির্দেশনা আরও দৃশ্যমান হলে মানুষের জন্য সুবিধা হতো। অনেকেই হাসপাতালের টিকাকেন্দ্র খুঁজে পেতে সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এই সমস্যা বেশি হচ্ছে। এ হাসপাতালে স্পট নিবন্ধন করতে না পেরে কয়েকজন অভিযোগ করেছেন। এদিকে মুগদা হাসপাতালে এসেও দিক নির্দেশনা দৃশ্যমান না থাকায় একই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষের করোনার গণটিকা কার্যক্রমের পঞ্চম দিনে এসে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে আজ। টিকাদানকেন্দ্রে টিকা কার্ড নিয়ে এলে টিকা দেওয়া হচ্ছে। মোট আটটি বুথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ করোনার টিকা দেওয়া হয়েছে ১ হাজার ১৩৮ জনকে। গত বুধবার দেওয়া হয়েছিল ৯৬০ জনকে। মঙ্গলবার টিকা নিয়েছিলেন ৭৬০ জন।
টিকা নিতে আসা মানুষের ভিড় দিনকে দিন বাড়ছে উল্লেখ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ হাসপাতালে মানুষের চাপ অনেক বেশি ছিল। বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়ার কথা। কিন্তু এরপরও মানুষ এসেছেন। নিবন্ধন করে টিকা দেওয়া হয়েছে। এখান থেকে কাউকে ফেরত যেতে দেওয়া হচ্ছে না।
মুগদা হাসপাতালে মোট আটটি বুথে করোনার টিকা দেওয়া হচ্ছে। এই হাসপাতালে আজ প্রায় ১ হাজার ৩০০-এর বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর আজই এই হাসপাতালে সবচেয়ে বেশি টিকা দেওয়া হলো। আগের দিন বুধবার টিকা দেওয়া হয়েছিল ৯০৬ জনকে। মঙ্গলবার দেওয়া হয়েছিল ৩৬৭ জনকে।
0 Comments