এবার ম্যারাডোনার নামে ব্যাংকনোট চালু করলো ইতালি!

 
এবার ম্যারাডোনার নামে ব্যাংকনোট চালু করলো ইতালি








গত বছরের ২৫ নভেম্বর বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবলের রাজপূত্র দিয়েগো ম্যারাডোনা। এবার ইতালির ক্যাস্টেলিনো ডেল বিফার্নো নামে ছোট্ট শহরে প্রকাশ পেল ফুটবল রাজপূত্রের ছবি ও নামঙ্কিত ব্যাংক নোট। ইতোমধ্যে তারা ম্যারাডোনার নামে ব্যাংক নোট ইস্যু করেছে।

এ উদ্যোগের মূল পরিকল্পনাকারী হলেন ওই শহরের মেয়র এনরিকো ফ্রাটাঙ্গেলো।
মেয়র জানান, ম্যারাডোনাকে দক্ষিণ গোলার্ধের একজন নায়ক মনে করি আমরা। আর্জেন্টিনা আমাদের কাছে একজন সত্যিকারের নায়ককে পাঠিয়েছিল। যিনি সব সময়ই 
দরিদ্র মানুষের পক্ষে দাঁড়িয়েছেন এবং কখনোই ভুয়া কথা বলেননি।

তবে ম্যারাডোনার ছবি দিয়ে তৈরি করা ওই ব্যাংক নোট পুরো ইতালিতে চলবে না। শুধুমাত্র ওই নির্দিষ্ট শহরটিতেই পণ্য কেনা-বেচার ক্ষেত্রে ব্যবহার করা হবে বিশেষ ব্যাংক নোট।

Post a Comment

0 Comments