ভারতে নাটকীয়ভাবে কমছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা


 ভারতে নাটকীয়ভাবে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। আগে দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা লাখের ঘর ছুয়েছিল। জনসংখ্যা অনেক বেশি হওয়ায় যেসময় দেশটিতে করোনার সংক্রমণ শুরু হয় তার মাত্র এক মাসের মাথায় ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছিল। 

আক্রান্ত আর মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সপ্তাহখানেক ধরেই সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে।


ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কে শ্রিনাথ রেডি বলেন, দেশের অবস্থা এখন অনেকটাই ভালো। সংক্রমণের সংখ্যা কমে এসেছে অনেকটাই। কিন্তু তারপরও আমরা সচেতন না থাকলে আবার ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। নতুন করে মহামারি দেখা দিতে পারে। এ অবস্থায় অবহেলার কোনো সুযোগ নেই।


এদিকে, করোনা শুরুর পর যেসব দেশের পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ সে সবের মধ্যে অন্যতম ইতালি। গত তেসরা নভেম্বরের পর প্রথমবারের মতো দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪০ লাখের নিচে নেমেছে।


একদিকে যেমন কমছে নতুন করে সংক্রমণের হার, অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেও যাচ্ছেন অনেকে। 


নাগরিকরা সচেতন থাকলে আর স্বাস্থ্যবিধি মেনে চললে এ পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মত দেশটির স্বাস্থ্যমন্ত্রীর।


এদিকে নিউজিল্যান্ডে গত ৪৮ ঘণ্টায় কোন নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। এর দুইদিন আগে রোববার দেশটির অকল্যান্ডে শেষ দুইজনের দেহে ধরা পড়ে করোনা।

Post a Comment

0 Comments