নতুন সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী, সিনেমা প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। বরাবরের মতো জলিল সাহেবের সিনেমার ঘোষণাতেই চমক থাকে। তার সিনেমার বাজেট বেশি । তাই চমকের মাত্রাও একটু বেশি। তবে এবারের চমকটা একটু আলাদা। এবারের সিনেমায় মূখ্য চরিত্রে অনন্ত নিজে থাকছেন না। থাকছেন তার স্ত্রী বর্ষা। আর বাংলাদেশি অংশের নির্মাণের দায়িত্বে থাকছেন তিনি নিজেই। অনন্ত জলিলের ছবিতে মূখ্য চরিত্রে অনন্ত থাকবেন না এটা যেনো অসম্ভব চিন্তা। অথচ এটাই এবার হচ্ছে। অসম্ভবকে সম্ভব করাই যে অনন্তের কাজ!
রোববার রাজধানীর পাঁচ তারকা হোটেলে হয়ে গেলো নতুন এই ছবিটি নিয়ে ‘মিট দ্য প্রেস’। এই এক মিট দ্য প্রেসে এক ঢিলে তিন পাখি শিকার করলেন অনন্ত জলিল! মানে ‘দিন দ্য ডে’ ও নতুন ছবি ’নেত্রী দ্য লিডার’ ও হোটেলটির সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠান একসাথেই করে নিলেন। এতে করে অনন্ত জলিলের ব্যবাসায়ীক প্রজ্ঞার পরিচয় পাওয়া গেলো।
গত শুক্রবারে পাঠানো নিমন্ত্রণপত্রে অনুষ্ঠান শুরুর কথা জানানো হয় ৪টা। ঘন্টা খানেক দেরিতে গেলেও দেখা যায় সবে শুরু হয়েছে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। মানে অনুষ্ঠানও নির্দিষ্ট সময়ের প্রায় ৩০ মিনিট পরেই শুরু হয়!
দেরি করে যাওয়ায় ১৫ মিনিট আগে অনন্ত জলিল কি বলছিলেন তা শুনা হয়নি। যাওয়া মাত্রই দেখা গেলো মাইক্রোফোন নিয়ে কথা বলছেন অনন্ত জলিল। বলছিলেন, ‘আমরা দিন দ্য ডে’ নামের যে মুভিটি করেছি তা বাংলাদেশের এই প্রেক্ষাপটের নির্মিত একশ’টি সিনেমার বাজেটের সমান। যেহেতু আমি আর ইরান যৌথভাবে ছবিটি নির্মাণ করেছি। তাই আমি শুধু বাংলাদেশি অংশটুকু ইনভেস্ট করেছি। না হলে এতো টাকা আমি একা লগ্নী করলে মার্কেট থেকে টাকা তোলে না আনতে পারলে আমার কোম্পানি দেউলিয়া হয়ে যেতো।
কথাগুলো বলার পর ছবিটিতে এতো টাকা ইরান সরকার লগ্নী করায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ’খোঁজ দ্য সার্চ’ ছবির এ নায়ক। এ সময় অনন্ত জলিলের পাশে হাসি মুখে বসা ছিলেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও। ‘দিন দ্য ডে’ বাংলাদেশ ইরান যৌথভাবে প্রযোজনা করলেও অনন্তর পরের ছবি ‘নেত্রী দ্য লিডার’ এ বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনা করবে তুর্কিস্তান। কথায় কথায় বিষয়টি জানিয়ে দিলেন অনন্ত। এও জানালেন দুটি ছবিই বিশ্বের ৮০টি দেশে মুক্তি পাবে।

তবে অন্যদেশের সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খানকে নিয়ে কাজ করতে না চাইলেও দেশের বড় বাজেটের ছবিতে শাকিব খানকে নিয়ে কাজের ইচ্ছে প্রকাশ করেন অনন্ত জলিল। তিনি বলেন, ’আমি আর শাকিব খান একসঙ্গে ছবি করলে বাংলদেশের ৯০ ভাগ দর্শক খুশি হবে। তারা চান অনন্ত জলিল ও শাকিব খান একটা ছবি করুক। তাই যৌথ প্রযোজনার না হোক দেশের বড় কোন বাজেটের ছবি শাকিব খানের সঙ্গে কিভাবে করা যায় সেটা দেখবো। সবার আশাটা কিভাবে পূরণ করা যায় সে চেষ্টাটা করে দেখবো।’
0 Comments